বাড়ির গেটের সামনে রিকশায় বসা মূহূর্তেই গুলিতে ঝরল বিএনপি নেতা মকুলের রক্ত।
- Update Time : ০২:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১৬ Time View
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসার সামনে পৌঁছেই গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ–সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল (৪৮)। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সারাদিন তিনি উপজেলার শিবপুর ও বিটঘর ইউনিয়নে দলীয় কর্মসূচিতে অংশ নেন। রাতে বাড়ি ফেরার পথে রিকশায় বাসার গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত ভাবে পেছন দিক থেকে গুলি চালায়। এতে পিঠ, কোমর ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মকুল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএনপি ও স্বজনদের দাবি, মকুল মিয়া ছিলেন দলের সক্রিয় কর্মী এবং এলাকার একজন জনপ্রিয় নেতা। তার এই রাজনৈতিক প্রতিহিংসা কারণেই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ তুলেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে নবীনগর উপজেলা বিএনপি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র খতিয়ে দেখা হচ্ছে।




















