প্রেমের টানে সীমান্ত পেরিয়ে নাসিরনগরে চীনা তরুণের আগমন
																
								
							
                                - Update Time : ০১:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
 - / ৪৮ Time View
 
নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুমনা আক্তার নামে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তরুণীর পরিবার।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মেয়েটির নাম সুমনা আক্তার। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চীনা যুবক ওয়াং তাও (ওয়াং ইটাং চাও-এর ছেলে) চীনের হেনান প্রদেশের বাসিন্দা।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চীনা যুবকটি নিজ বাড়িতে নিয়ে আসেন সুমনার পরিবারের সদস্যরা।
সুমনার পরিবারের সদস্যরা জানান, গত দুই বছর আগে ওয়াং তাও একটি অ্যাপসের মাধ্যমে সুমনা আক্তারের সঙ্গে পরিচিত হন। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের বিষয়ে একমত হলে চীনা যুবক বাংলাদেশ-চীনের দূতাবাসের মাধ্যমে দেশে আসেন।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিপুলসংখ্যক মানুষ চীনা যুবককে একনজর দেখতে সুমনার বাড়িতে ভিড় করেন।
সুমনা আক্তার জানান, প্রয়োজন হলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন।
এদিকে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাঈনুল আহসান জানান, চীনা যুবকের নাসিরনগরে আসার খবর শুনেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহিদ-ই-মামুন জানান, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি তিনি সত্যিই চীনের নাগরিক।
																			
																		











