পরোয়ানাভুক্ত আসামির অবসান! নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে নূর ইসলাম আটক
- Update Time : ০৯:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৩ Time View
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০ পিস ইয়াবাসহ নুর ইসলাম (৫৫) নামে এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে ভলাকুট সবজি বাজার নৌকা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রাম কানাই সরকারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা নুর ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। তিনি সোনাতলা (মোল্লা বাড়ি), ৩নং ওয়ার্ড, গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা।
আটক নুর ইসলামের বিরুদ্ধে নাসিরনগর ও অষ্টগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাসিরনগর থানার মামলা নং ৮(১১)২৪–এর (ধারা ১৪৩/৩২৩/৩২৬/১১৪/৫০৬) গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে। পাশাপাশি অষ্টগ্রাম থানার মামলা নং ৭৭(৮)২৪–এর অধীনে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/১০(ক) ধারায় তিনি পরোয়ানাভুক্ত। নাসিরনগর থানার মামলা নং ৬(৫)২৫–এ (ধারা ১৪৩/৩০২/৩৪) তিনি এজাহারনামীয় আসামি হিসেবেও চিহ্নিত।
তার বিরুদ্ধে নতুন করে নাসিরনগর থানায় মামলা নং ১৩, তাং ২২/১১/২৫–এ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারি অভিযান পরিচালনাকারী এসআই রাম কানাই সরকার বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা নুর ইসলামকে ইয়াবাসহ আটক করা সম্ভব হয়েছে। মাদক ও অপরাধ দমনে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”
স্থানীয়দের মতে, তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে।






















