Logo
অক্টোবর ১৭, ২০২৫, ১:৫৭ পি.এম || অক্টোবর ১৫, ২০২৫

নিকলীতে একাধিকবার জরিমানা করলেও থামছেনা অবৈধ বালু ভরাট।

Featured Image  মোঃ আলমগীর হোসেন,নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্ষা মৌসুমে শুরু হয় অবৈধভাবে ড্রেজার দিয়ে খাল, পুকুর,জলাশয় ও ফসলি জমি ভরাট কার্যক্রম। বিভিন্ন জায়গায় দেখা মেলে এ ধরনের বালু দানবের তান্ডব। এলাকার সোয়াইজনী,গোড়াউত্রা ও নরসুন্দা সহ বিভিন্ন নদীর পানি বাড়ার সাথে সাথেই বালু ব্যবসায়ী ও ড্রেজার মালিকরা প্রশাসনকে আতাত করে ভরাটে লিপ্ত, এমন গুন্জন সর্বমহলে। জমির শ্রেণি পরিবর্তন নিষিদ্ধের আইন থাকলেও মানা হচ্ছে না তা। অমান্য করা হচ্ছে আদালতে নির্দেশনা। যদিও এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের দাবি জরিমানাসহ নিষেধাজ্ঞা চলমান রয়েছে। উপজেলা প্রশাসন কোনো মতেই এর সাথে জড়িত নয় বলেও দাবী করেন। খবর পেলেই আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। অসংখ্য স্থানীয়দের ভাষ্য প্রতিবছরই একদল লোক রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনকে ম্যানেজ করে পুকুর,জলাশয় অবৈধভাবে বালু ভরাট কাজে নেমে পড়ে গত...

Read More..
ই পেপার
Download News