০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : ০৭:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২১ Time View

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে এক র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সামিউল বাছির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সিনিয়র কর্মকর্তা ফাহিমুল আরেফিন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, নাসিরনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসমত আলী এবং নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী কামাল। এছাড়া সফল খামারি জুনেরা খাতুনসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, এবার প্রথমবারের মতো জেলা ও উপজেলা পর্যায়ে সারাদেশে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে। সপ্তাহজুড়ে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, দেশীয় জাতের প্রদর্শনী, আধুনিক প্রযুক্তি স্টল, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিই এ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, “মানুষ আগে ঘাস লাগানোর কথাও ভাবত না, এখন অল্প জমিতে বেশি ঘাস উৎপাদনের প্রয়োজন হচ্ছে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিত পাল। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে নাসিরনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Update Time : ০৭:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে এক র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সামিউল বাছির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সিনিয়র কর্মকর্তা ফাহিমুল আরেফিন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, নাসিরনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসমত আলী এবং নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী কামাল। এছাড়া সফল খামারি জুনেরা খাতুনসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা জানান, এবার প্রথমবারের মতো জেলা ও উপজেলা পর্যায়ে সারাদেশে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে। সপ্তাহজুড়ে প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, দেশীয় জাতের প্রদর্শনী, আধুনিক প্রযুক্তি স্টল, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিই এ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, “মানুষ আগে ঘাস লাগানোর কথাও ভাবত না, এখন অল্প জমিতে বেশি ঘাস উৎপাদনের প্রয়োজন হচ্ছে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভজিত পাল। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে নাসিরনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।