নাসিরনগরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
- Update Time : ১২:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১৯ Time View
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
নাসিরনগরে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে—ধানের সোনালি শীষে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি এবং রোগবালাই কম হওয়ায় এ বছর উৎপাদন নিয়ে কৃষকদের সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
মাঠে ধান কাটার সময় কথা হয় উপজেলার পূর্বভাগ এলাকার কৃষক কামাল মিয়ার সঙ্গে। তিনি বলেন, “আল্লাহ দিলে ভালই হয়ে। এ বছর ধানের ফলন খুব ভালো হয়েছে। যদি বাজারে ন্যায্যমূল্য পাই, তাহলে কষ্ট সব সার্থক হবে।” তাঁর মতে, গত দুই বছরের তুলনায় উৎপাদন এবার অনেক বেশি।
কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে নাসিরনগরে আমন চাষের বিস্তার ছিল প্রত্যাশার চেয়ে বেশি। favorable আবহাওয়ার কারণে রোগবালাইয়ের আক্রমণ প্রায় ছিল না বললেই চলে, যা উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।
ইতোমধ্যেই বিভিন্ন গ্রামে ধান কাটার উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কৃষক ও শ্রমিকদের ব্যস্ততা চোখে পড়ে। কেউ ধান কাটছেন, কেউ মাড়াই ও শুকানোর কাজে নিয়োজিত। ট্রলি ও ভ্যানযোগে ধান ঘরে তোলার দৃশ্যে পুরো এলাকা প্রাণচঞ্চল হয়ে উঠেছে।
কৃষকরা আশা করছেন—অবাধ বাজার পরিবেশ ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে এ মৌসুমের বাম্পার ফলন তাদের আর্থিক ভার কমাতে এবং আগামী মৌসুমের প্রস্তুতিতে সহায়ক হবে। সামগ্রিকভাবে আমন মৌসুমের এই সাফল্য নাসিরনগরের কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে।






















