নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
- Update Time : ০৪:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৬১ Time View
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন দাবির বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দ্রপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয় এবং কয়েক কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে সড়কে আটকে থাকা যানবাহনের দুর্ভোগের কথা বিবেচনা করে কিছু সময়ের জন্য চলাচলের সুযোগ করে দেন শিক্ষার্থীরা। পরে আবারও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান তারা।
একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে আইএলএসটির অধ্যক্ষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার বাস্তবভিত্তিক স্বীকৃতি প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।






















