ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বন্ধুর সাথে ইলেকট্রিক কাজে অনিহা প্রকাশের জেড়ে উমর হাসান (২১) নামে বন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে একই গ্রামের প্রতিবেশি তারই বন্ধু খাইরুল আমিন (৩৫) গতকাল ১৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে উমর হাসান। গ্রেপ্তারকৃত ঘাতক বন্ধু একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে খাইরুল আমিন। জানা যায়- উমর ও খাইরুল দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ইলেকট্রিক কাজে মনমালিন্য জেড়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা দেয়। এর জের ধরে গত রাত আনুমানিক ২টার দিকে খাইরুল আমিন সিঁধ কেটে উমর হাসান এর রুমে প্রবেশ করে প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে।...