জামালপুরে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে, এই প্রতিপাদ্য নিয়ে, খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’

- Update Time : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৬ Time View

জামালপুরে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে, এই প্রতিপাদ্য নিয়ে, খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’
রবিবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, মেডিকেল অফিসার মুবাশিরা হক, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইকরামুল হক নবীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিম্নমানের উপাদান ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি করে থাকেন। গ্রাহকদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে স্বাস্থকর খাবার বিক্রির পাশাপাশি মানহীন খাদ্যসামগ্রী বিক্রি বন্ধে প্রশাসনকে অভিযান পরিচালনার আহবান জানান বক্তারা