১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ুর তাণ্ডবে নড়বড়ে বাংলাদেশ: তাপমাত্রা বাড়ছে, জীবন-জীবিকা ঝুঁকিতে

ডেস্ক রিপোর্ট দৈনিক বাংলাদেশ হালচাল
  • Update Time : ১২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২৪ Time View

জলবায়ুর তাণ্ডবে নড়বড়ে বাংলাদেশ: তাপমাত্রা বাড়ছে, জীবন-জীবিকা ঝুঁকিতে

বাংলাদেশ এখন আর শুধুই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ নয়—জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে এটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এর ফলে হুমকির মুখে পড়েছে কৃষি, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্যনিরাপত্তা।

গত এক দশকে দেশে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিবর্তনের কারণে খরার সময়কাল দীর্ঘ হচ্ছে, অপরদিকে বৃষ্টিপাতের মৌসুমে দেখা দিচ্ছে অস্বাভাবিক বন্যা। এমন পরিস্থিতিতে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন লক্ষাধিক কৃষক। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে ধান ও মিষ্টি পানির মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে।

জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। ঘর হারাচ্ছে উপকূলবাসী, বাধ্য হয়ে তারা শহরে পাড়ি জমাচ্ছে—ফলে বাড়ছে জলবায়ু উদ্বাস্তু।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) বলছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সময় এখনই। প্রয়োজন ব্যাপক বনায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, ও আন্তর্জাতিক সহায়তা। পাশাপাশি সচেতনতা ও স্থানীয় পর্যায়ে অভিযোজন কৌশল গ্রহণের মাধ্যমে এই সঙ্কট মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ জরুরি।

Tag :

Please Share This Post in Your Social Media

জলবায়ুর তাণ্ডবে নড়বড়ে বাংলাদেশ: তাপমাত্রা বাড়ছে, জীবন-জীবিকা ঝুঁকিতে

Update Time : ১২:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

জলবায়ুর তাণ্ডবে নড়বড়ে বাংলাদেশ: তাপমাত্রা বাড়ছে, জীবন-জীবিকা ঝুঁকিতে

বাংলাদেশ এখন আর শুধুই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ নয়—জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে এটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হয়েছে। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এর ফলে হুমকির মুখে পড়েছে কৃষি, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্যনিরাপত্তা।

গত এক দশকে দেশে গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিবর্তনের কারণে খরার সময়কাল দীর্ঘ হচ্ছে, অপরদিকে বৃষ্টিপাতের মৌসুমে দেখা দিচ্ছে অস্বাভাবিক বন্যা। এমন পরিস্থিতিতে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন লক্ষাধিক কৃষক। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে ধান ও মিষ্টি পানির মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে।

জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। ঘর হারাচ্ছে উপকূলবাসী, বাধ্য হয়ে তারা শহরে পাড়ি জমাচ্ছে—ফলে বাড়ছে জলবায়ু উদ্বাস্তু।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) বলছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সময় এখনই। প্রয়োজন ব্যাপক বনায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, ও আন্তর্জাতিক সহায়তা। পাশাপাশি সচেতনতা ও স্থানীয় পর্যায়ে অভিযোজন কৌশল গ্রহণের মাধ্যমে এই সঙ্কট মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ জরুরি।