*চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগত অনুপ্রবেশে নিরাপত্তা নিয়ে প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের উঠেছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের এক প্রার্থীর কক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত দুই বহিরাগতকে উপস্থিত অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও প্রার্থী নিজ কক্ষে বহিরাগতদের আশ্রয় দিয়েছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মের লঙ্ঘন। উপস্থিত শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এমন ঘটনায় নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, “ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘিরে এমন অনুপ্রবেশ অনেককেই ভাবিয়ে তুলেছে। নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণ ও বহিরাগতদের চিহ্নিত...