গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলায় জামালপুরে চার জনের যাবজ্জীবন
- Update Time : ০৭:৪৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৩ Time View
গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলায় জামালপুরে চার জনের যাবজ্জীবন
জামালপুর সদরে এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে সাজাপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই অর্থ ভুক্তভোগী পাবেন বলে জানায় আদালত।
দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- মোঃ মজনু, হানিফ খন্দকার, মোঃ মমিন মিয়া ও মোঃ জহুরুল ইসলাম। তারা সকলেই জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামীরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা এবং আসামী মোঃ মজনু দীর্ঘদিন যাবত গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সেই জেড়ে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবার পথে সদরের রশিদপুর এলাকায় একটি সিএনজির মাধ্যমে গৃহবধূকে অপহরণ করে আসামীরা। পরে অনেক খোঁজাখুজির পর আসামী হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে। পরে গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করেন। সেই মামলায় ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষণা করে আদালত।
রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে দেখছে। অপরদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।















