আদমপুর ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ হজে পাঠাচ্ছেন প্রবাসী যুবসম্প্রদায়
- Update Time : ০৩:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৬ Time View
জহির শাহ্ , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি , ১৪ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হাটখোলা মাইতুল মামুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও আদমপুর ফাজিল ডিগ্রি মাদরাসার সিনিয়র আরবি শিক্ষক মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ হজে পাঠানোর উদ্যোগ নিয়েছেন হাটখোলা গ্রামের প্রবাসী যুবকরা। তাদের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মসজিদ প্রাঙ্গণে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামের প্রবীণ থেকে তরুণ—সকল শ্রেণির মানুষের উপস্থিতি ছিল উৎসবমুখর।
সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা আকরাম হোসাইনকে ওমরাহ হজের বিমান টিকিট, সৌদি রিয়াল, ফুলের তোরা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাসেম ভূইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক কেফায়েতুল ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মিরাশানী হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ হোসাইন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাহার ভূইয়া এবং এলাকার শতাধিক মুসল্লি।
দীর্ঘ ২৩ বছর ধরে মাইতুল মামুর জামে মসজিদে ইমামতি করে আসছেন মাওলানা আকরাম হোসাইন। তার বাবা একই মসজিদের ইমাম ছিলেন—এই তথ্য গ্রামের মানুষের সঙ্গে তাদের পরিবারকে যুক্ত করেছে আত্মিক বন্ধনে।
আবেগময় কণ্ঠে মাওলানা আকরাম বলেন,
“পবিত্র মক্কা শরিফে গিয়ে ওমরাহ করার ইচ্ছা বহুদিনের। কিন্তু ছোট বেতনে সংসার চালাতেই কষ্ট হতো। যাওয়ার মতো সঞ্চয় কোনোদিন করতে পারিনি। আজ আমার গ্রামের প্রবাসীরা—যাদের অনেকেই আমার ছাত্র—নিজেদের অর্থে আমাকে হজে পাঠাচ্ছে। তাদের এই ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
অনুষ্ঠানের শেষ পর্বে তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা ও সফল ওমরাহ পালনের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।






















