০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রের গন্ধে তোলপাড় সরাইল, পরিত্যক্ত স্থানে মিলল বিপুল গুলি ও এয়ারগান।

স্টাফ রিপোর্ট শাহনেওয়াজ শাহ
  • Update Time : ১১:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১২ Time View

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুইটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার নোয়াগাঁও সোনালী ইটভাটার রাস্তায় ব্রিজের পিলারের পাশে ঝোপের ভিতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

আজ সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় এগুলো বিদেশি এয়ারগান বলে নিশ্চিত হওয়া গেছে এবং এগুলো সচল অবস্থায় ছিল।

র‍্যাব জানায়, দেশে মাদক, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এলিট ফোর্সটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শুধু সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত র‍্যাব-৯ মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।

উদ্ধারকৃত গুলি ও এয়ারগান সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

অস্ত্রের গন্ধে তোলপাড় সরাইল, পরিত্যক্ত স্থানে মিলল বিপুল গুলি ও এয়ারগান।

Update Time : ১১:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলি ও দুইটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার নোয়াগাঁও সোনালী ইটভাটার রাস্তায় ব্রিজের পিলারের পাশে ঝোপের ভিতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

আজ সন্ধ্যা ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় এগুলো বিদেশি এয়ারগান বলে নিশ্চিত হওয়া গেছে এবং এগুলো সচল অবস্থায় ছিল।

র‍্যাব জানায়, দেশে মাদক, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এলিট ফোর্সটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শুধু সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত র‍্যাব-৯ মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।

উদ্ধারকৃত গুলি ও এয়ারগান সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।