ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় এক বিশেষ টহলদল ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য আটক করে। আটককৃত মালামালে রয়েছে ভারতীয় চকলেট ২,১৩৭ পিস, কসমেটিকস সামগ্রী ৪১৩ পিস, সিল্ক শাড়ি ২০ পিস, পাঞ্জাবি ৩৪৫ পিস, জর্জেট থ্রিপিস ৯৯ পিস এবং জিলেট ব্লেড ৬,০০০ পিস। মালামালের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৪৭ লাখ ১৬ হাজার ৩৮০ টাকা। সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানান, অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব উদ্ধারকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানের মাধ্যমে বিজয়নগর অঞ্চলে চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করা হয়েছে।