Logo
অক্টোবর ২৬, ২০২৫, ৪:৩৯ এ.এম || অক্টোবর ২৬, ২০২৫

অন্যের ঋণের দায়ে জেল হাজতে আউলিয়া বাজারের প্রিয় মুখ এস.এম. রাকিব, এলাকাজুড়ে চাঞ্চল্য।

Featured Image  আউলিয়া বাজারের সর্বজন শ্রদ্ধেয় ও সৎ ব্যবসায়ী এস.এম. রাকিব এখন কারাগারে। মানবিকতার পরিচয় দিতে গিয়ে তিনি পড়েছেন চরম বিপদে। বন্ধুর ব্যাংক ঋণের গ্যারান্টার হয়ে আজ নিজেই দাঁড়াতে হয়েছে আদালতের কাঠগড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক ব্যবসায়ী বন্ধুর পাশে দাঁড়িয়ে ব্যাংক ঋণের জামিনদার হন রাকিব। বন্ধুটি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এলাকা ছেড়ে চলে যান পরে ব্যাংক কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নেয় গ্যারান্টারের বিরুদ্ধে। শেষমেশ আদালতের রায়ে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনা জানাজানি হতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। অনেকেই বলছেন, এস.এম. রাকিব একজন আদর্শ ব্যবসায়ী। তিনি কখনো কারো ক্ষতি করেননি। উল্টো অসহায়ের পাশে দাঁড়িয়ে গেছেন। এলাকার স্থানীয়রা বলেন, এই মানুষটা এলাকার গর্ব। আজ তার এই পরিণতি সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভালো মানুষদেরই বেশি ভোগান্তি হয়। রাকিবের মুক্তির...

Read More..
ই পেপার
Download News