শিক্ষার্থীদের উপর হামলা মামলায় আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শাহীন বক্সী গ্রেফতার।
- Update Time : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ১০৫ Time View
শিক্ষার্থীদের উপর হামলা মামলায় আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শাহীন বক্সী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন আলম বক্সীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার লালপুর বায়েক গ্রাম থেকে তাকে আশুগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে।
শাহীন আলম বক্সী বায়েক গ্রামের আব্দুল হক বক্সী ছেলে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন জানান, আটক যুবলীগ নেতা শাহীন বক্সী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিষ্ফোরক আইনে রুজুকৃত একাধিক মামলার এজাহারভূক্ত আসামী। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওসির নিজের নেতৃত্বে থানার এসআই সানোয়ার হোসেন, মোকাদ্দেস আলী ও এএসআই হলং মারমাকে নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শাহীন বক্সী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ভূমি দস্যুতাসহ বিভিন্ন অপকর্মেরও অভিযোগ রয়েছে।



















