০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় রাতের আধারে সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার।
স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
- Update Time : ১১:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৭৫ Time View
পতিত স্বৈরাচারী সাবেক আওয়ামী সরকারের সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার -৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য এড. আনিসুল হকের মুক্তি চাই পোস্টারে ছেয়ে গেছে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায়।
ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ পোস্টার। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) মধ্যরাতে আখাউড়া দক্ষিন ইউনিয়নের গাজির বাজার ও আখাউড়া স্থলবন্দর এলাকায় এমন পোস্টার লাগানো হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এমন পোস্টার দেখতে পায় স্থানীয় এলাকাবাসী তবে কে বা কাহারা এ পোস্টার দেয়ালে দেয়ালে লাগিয়েছে এ ব্যাপার কিছু বলতে পারেননি তারা।
দেয়ালে লাগানো পোস্টারে লেখা রয়েছে, “মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে আপসহীন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি চাই”। পোস্টার প্রচারে কসবা আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নাম রয়েছে।
উপজেলা দক্ষিন ইউনিয়নের যুব দলের সভাপতি মো: আল- আমীন ভূইয়া ক্ষোভ নিয়ে বলেন, থানা পুলিশ নির্বিকার অথচ অপারেশন ডেভিল হান্টারে নামে কিছু চুনোপুঁটি ধরে নিয়ে এসে দায় মুক্তি পেতে চাচ্ছে। প্রশাসনের উদাসীন মনোভাব কিংবা ম্যানেজ হয়ে যাওয়া নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হচ্ছে। দক্ষিণের প্রায় সবার অভিযোগ যাদের নিয়ে, যারা দীর্ঘদিন নিষ্পেষণ নির্যাতন চালিয়েছে তারা ধরা ছোয়ার বাহিরে। প্রচলিত আছে টাকা দিয়ে ম্যানেজ করে নির্বিঘ্নে চলাফিরা ও অবৈধ ব্যবসা বানিজ্য করে যাচ্ছে।
উপজেলা যুব দলের সদস্য সচিব মো. মহসিন ভুইয়া বলেন, রাতের আধারে যে এ কাজটি করেছে আমরা প্রশাসনের সহযোগিতা প্রকৃত অপরাধীদেরকে ধরার চেষ্টা করছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূঁইয়া বলেন, শনিবার সকালের দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার লাগানোর বিষয়টি আমি শোনেছি, কে বা কাহারা রাতের আধারে কাজটি করেছে আমরা খোঁজ খবর নিচ্ছি। তিনি আরো বলেন, এ কাজ আওয়ামী লীগের নেতাকর্মীরাই করেছে।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে আমাদের পুলিশের একটি দল মাঠে কাজ করছে। যারাই এই কাজটি করে থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
Tag :



















