ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রীসহ ৮ জন আহত, তদন্তে প্রশাসন
																
								
							
                                - Update Time : ০৬:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
 - / ৩৩ Time View
 
জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় এক মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে সাত শিক্ষার্থী ও একজন আয়া আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের আয়া আলেয়া ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁর হাতে থাকা স্টিলের পাইপটি বাইরে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘরের ভেতরে থাকা শিক্ষার্থীরাও তীব্র তাপ ও আগুনের বাষ্পীয় প্রভাবে আহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন—নবীনগরের তালগাটি গ্রামের নুসরাত (১০), সিরাজগঞ্জের সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদরের রওজা আক্তার (১২), ভাদুঘরের নুসরাত (১১), জান্নাতুল মাওয়া (৮), কসবায় শিমরাইল গ্রামের উম্মে তাইসান (৫) এবং আয়া আলেয়া বেগম। তাঁদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থা গুরুতর হওয়ায় ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
মাদ্রাসার শিক্ষক ক্বারি মো. আব্দুল্লাহ বলেন, “এটি সম্পূর্ণ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদ থেকে কাপড় নামানোর সময় অজান্তেই পাইপটি বৈদ্যুতিক তারে ছুঁয়ে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠাই।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, প্রয়োজনে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে ভবনের বৈদ্যুতিক নিরাপত্তা পরীক্ষা করা হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিষ্ঠানগুলোর আশপাশের বৈদ্যুতিক তার স্থানান্তর বা নিরোধক ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এদিকে এলাকাবাসী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ভবনের বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
																			
																		












