ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
- Update Time : ০২:১৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১১২ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মহাপরিচালকের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির আয়োজনে জেলায় ৩শ ৪জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাও চাল, ৪শ গ্রাম সেমাই, ২শ গ্রাম গুড়া দুধ, হাফ কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২শ গ্রাম ঘি।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সার্কেল এডজুটেন্ট মোঃ তৌহিদ মিয়া, সদর উপজেলার প্রশিক্ষক শৈলেন দেবনাথ। এসময় জেলা কমান্ড্যান্ট মোঃ মনিরুজ্জামান বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের মানবকল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই মানব কল্যানের অংশ হিসেবেই আজ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এমন কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।





















