০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে ১২ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ, বিজিবির বড় সফলতা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : ১১:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৩৯ Time View

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এই অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ১টি পিকআপ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার সময় থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপে ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং ১টি পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পণ্যগুলো কাস্টমসের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজিবির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনও চোরাকারবারীকে ছাড় দেওয়া হবে না, বলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

এই অভিযানে বিজিবির সাহসী পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা অর্জন করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিজয়নগরে ১২ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ, বিজিবির বড় সফলতা

Update Time : ১১:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এই অভিযানে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় ১টি পিকআপ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার সময় থামিয়ে তল্লাশি করা হয়। পিকআপে ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং ১টি পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পণ্যগুলো কাস্টমসের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজিবির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনও চোরাকারবারীকে ছাড় দেওয়া হবে না, বলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

এই অভিযানে বিজিবির সাহসী পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা অর্জন করেছে।