বিজয়নগরে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৫৬ Time View
শাহনেওয়াজ শাহ্, স্টাফ রিপোর্টার।
ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অধিকারকে সক্রিয়করণে স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাউগায়ান সহযোগী সংস্থা হিসেবে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) সভাটির বাস্তবায়ন করে।
এ সময় বক্তারা বলেন, গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদভিত্তিক গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।



















