০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে দুই গ্রামের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / ১৩০ Time View

নবীনগরে দুই গ্রামের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী।

স্টাফ রিপোর্টার মোঃ কেফায়েত উল্লাহ শরীফ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ-বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাড়াইলের আনোয়ার হোসেন, ইসাক মিয়া ও বাড্ডা গ্রামের সোহাগ মিয়া, শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। জানা যায়, বৃহস্পতিবার বিকালে সলিমগঞ্জ বাজারের এক দোকানদারের সঙ্গে ইসাক মিয়া নামের বাড্ডা গ্রামের এক যুবকের ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন অতর্কিত হামলা করে বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে দুই গ্রামের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী।

Update Time : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

নবীনগরে দুই গ্রামের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী।

স্টাফ রিপোর্টার মোঃ কেফায়েত উল্লাহ শরীফ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ-বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাড়াইলের আনোয়ার হোসেন, ইসাক মিয়া ও বাড্ডা গ্রামের সোহাগ মিয়া, শাহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। জানা যায়, বৃহস্পতিবার বিকালে সলিমগঞ্জ বাজারের এক দোকানদারের সঙ্গে ইসাক মিয়া নামের বাড্ডা গ্রামের এক যুবকের ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন অতর্কিত হামলা করে বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।