আ.লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে।
- Update Time : ০৯:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৭১ Time View
আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে।
শনিবার(১ ফেব্রুয়ারি) বিকাল থেকে রবিবার (২ ফেব্রুয়ারি ) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই ছয় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহরের হাটচন্দ্রা এলাকার আজাদুর রহমান, জামালপুর জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহরের বন্দের বাড়ী এলাকার জুলফিকার আহমেদ জুয়েল, জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি আরংহাটি এলাকার আক্তারুজ্জামান ও আ.লীগ কর্মী শহরের হাটচন্দ্রা এলাকার মজনু মিয়া।
জানা গেছে, শহরের হাটচন্দ্রা মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বের হওয়া মাত্রই গোয়েন্দা পুলিশের সদস্যরা পৌর আ.লীগ নেতা আজাদুর রহমানকে গ্রেপ্তার করে।
কক্সবাজার থেকে ফেরার পথে জামালপুর পৌর আ.লীগের ৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নীরু আহমেদকে দিগপাইত থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অভিযানে। পৌর শহরের ১১ নং ওয়ার্ডের আ.লীগের সদস্য এবারত হোসেনকে শহরের পলাশগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, ছাত্রজনতার আন্দোলনে হামলা, অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাসহ গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদেরকে আদালতে পাঠানো হবে।



















